কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহর পর হতে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি মঞ্জু বেগমের সম্পর্কের পারিবারিক ভাবে অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে ছেলে মিলন মিয়া তাহার মায়ের সাথে খারাপ আচরণ করে। খারাপ আচরণের কারণে ২৪ আগস্ট রাতে মিলনের মা মঞ্জু বেগমের সাথে মিলনের আত্মীয়-স্বজন পারিবারিক বৈঠকের মাধ্যমে চর থাপ্পড় দিয়ে মিলনের মায়ের সাথে আপোষ মীমাংসা করে দেয়। রাতের খাওয়া-দাওয়া শেষে মিলন তার শোয়ার ঘরে যায়। রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে লালনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ঘটনাস্থল নাগেশ্বরী-ফুলবাড়ী থানার সার্কেল এএসপি মোজাম্মেল হক পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এফপি/রাজ