Dhaka, Monday | 8 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 September 2025 | English
‘মাশরুম লাঞ্চ’ হত্যাকাণ্ড, এরিন প্যাটারসনের যাবজ্জীবন কারাদণ্ড
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
শিরোনাম:

তারেক রহমান থাকলে দেশে গণতন্ত্র বিকশিত হবে: চকরিয়ায় সালাহউদ্দিন

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:২৬ পিএম  (ভিজিটর : ৭৭)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে গণতন্ত্র বিকশিত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, আজকের এ সম্মেলন কেবল বিএনপির নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের সম্মেলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আছেন বলেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।

তিনি আরও বলেন, তথাকথিত ডামি নির্বাচন করে দেশকে ভোটাধিকার শূন্য রাষ্ট্রে পরিণত করা হয়েছে। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

শেখ হাসিনার সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষ নন। আওয়ামী লীগও প্রকৃত রাজনৈতিক দল নয়।

এছাড়াও তিনি নিজের রাজনৈতিক অতীত স্মরণ করে বলেন, ২০০৮ সালের নির্বাচনে আপনারা আমার চাইতে বেশি ভোটে আমার স্ত্রী হাসিনা আহমেদকে এমপি নির্বাচিত করেছিলেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞতা স্বীকার করি।

আয়োজিত সম্মেলনে চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি'র সদস্য এ.এম ওমর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।

দীর্ঘ পাঁচ বছর পর আয়োজিত এ সম্মেলনে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে যোগ দেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝