নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাত তিনটার পর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘরে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে টিনশেড ঘরটি মুহূর্তেই আগুনে ঘিরে যায়। স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের দুই সন্তান তৃষা আক্তার (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের তিন সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসানের শরীরের ৪৪ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, আসমার ৪৮ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, ইমামের ৩০ শতাংশ এবং আরাফাতের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রথমদিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের আশঙ্কা করা হলেও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ দুর্ঘটনা মূলত ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই ঘটেছে। আশপাশে গ্যাস লিকেজের কোনো আলামত মেলেনি।
হঠাৎ গভীর রাতে বিকট শব্দের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের ভাষ্য, আগুনে ঘরের ফলস সিলিং ভেঙে আহতদের গায়ের ওপর পড়ায় তাদের দগ্ধ হওয়ার মাত্রা আরও বেড়ে যায়।
দগ্ধদের পরিবার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকজনের অবস্থা খুবই সংকটজনক।
এফপি/রাজ