কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকাতের গুলিতে শেখাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহতের ঘটনার তিনদিন পর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা হয়েছে। নিহত শেখাব উদ্দিনের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী আহমদ মেম্বার ও সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ও তার দুই ছেলেসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০জনকে আসামি দেখিয়ে আদালতে এ হত্যা মামালা দায়ের করেন।
অভিযুক্তদের দাবী বিগত ২০১০ সালে সোনা মিয়ার ছোট ভাই আবদুল হামিদ হত্যা মামলার আসামি শেখাব উদ্দিন। এর জের ধরে ডাকাতদের গুলিতে নিহতের ঘটনায় তাদের আসামি করা হয়েছে। অপরদিকে সোনা মিয়ার আত্মীয় হওয়ার সুবাদে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির অর্থ-সম্পাদক আলী আহমদ মেম্বারকেও আসামি করা হয়েছে বলে সোনা মিয়া অভিযোগ করেন।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ডাকাতদের গুলিতে শেখাব উদ্দিন নিহত হয়। শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। নিহতের তিনদিন পর তার স্ত্রী বাদী হয়ে আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।
নিহত শেখাব উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে ২০১০ সালে আবদুল হামিদ, ২০১৭ সালে মাজু মার্ডার, ২০২৪ সালে মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে ডাবল মার্ডারসহ বিভিন্ন মামলায় আসামি ছিলেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: ইয়াসিন মিয়া জানান, নিহত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার না দিয়ে কোর্টে মামলা দায়ের করেছে।
এফপি/রাজ