পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একইসাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক মো: ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১নং যুগ্ম আহবায়ক মোঃ নাসিরুদ্দিন তালুকদার এর প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কি কারনে করা হয়েছে তা আমি বলতে পারব না।
পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, নেছারাবাদ একটা ঝামেলা আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন একটা ইনকোয়ারি করতেছেন। সেই ইনকোয়ারি করার জন্য ওখানে একজন যুগ্ন আহবায়ক গিয়েছিলেন। কোন দুর্নীতি নিয়ে হয়তো কোন কিছু হয়েছিল। ইনকোয়ারি করার পর আমার কাছে একটা ম্যাসেজ পাওয়ার কথা ছিল।
তিনি আরো বলেন, কিছু সোশাল মিডিয়ায় পূর্বের আহবায়ক কমিটির দু’জনের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে লেখালেখি হয়েছে। সেই নিয়ে ইনকোয়ারি করে হয়তো কিছু একটা পেয়েছেন। আরো কিছু বিষয় জড়িত আছে।
উল্লেখ, ২০২৩ সালের ১২ জানুয়ারি ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।
এফপি/রাজ