ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের পুত্র নাজমুল ইসলাম (৩২)। এসময় মোটরসাইকেলে থাকা আরশ আলী নামের আরো এক যুবক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস নামক একটি বাস বেপরোয়া গতিতে সিলেটগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে নাজমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর এক মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাজপুর বাজার এলাকায় ঘাতক বাসটিকে আটক করে বাসে আগুন ধরিয়ে দেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ শেরপুর হাইওয়ে থানায় আছে। পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/রাজ