Dhaka, Thursday | 14 August 2025
         
English Edition
   
Epaper | Thursday | 14 August 2025 | English
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
জনগণের হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন: প্রধান উপদেষ্টা
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১ মাস
ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন
শিরোনাম:

ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম  (ভিজিটর : ১৩)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও সারজিস আলমের বিরুদ্ধে করা মিথ্যা মানহানী মামলার বিরুদ্ধে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

বুধবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি কিশোরগঞ্জ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক ইকরাম হোসেন বলেন, আজকে এমন দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায়ই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক যে কিনা বার বার দলবদল করে এখন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত নাম ফজলুর রহমান। যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কন্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কারসহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে বার বার মিথ্যা অপবাদ ও অপপ্রচার করছেন।

ইকরাম হোসেন আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নিবো না। আমি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর এন্ড ওরেটর। ফজলুর রহমানের মতো বিএনপি গুটি দুয়েক নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি আলীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।

বিপ্লবী ছাত্ররা সংবাদ সম্মেলনে দাবি করেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু জনাব ফজলুর রহমানের মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।

পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।

সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে কিশোরগঞ্জের ছাত্র-জনতা কঠোর কর্মসূচীসহ অবাঞ্চিত ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্ররা বলেন, আমাদের কেন্দ্রীয় ভাই সারজিস আলম এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আর কোন ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদেরকে দামিয়ে রাখা যাবে না। বিপ্লবের এক বছরের মাথায় যদি এভাবে বিপ্লবীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয় পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় যায় সে ক্ষেত্রে আমাদেরকে পুলিশ হত্যা মামলাসহ আরও বিভিন্ন ধরনের আওয়ামী নেরেটিভ মামলায় ফাঁসানো হবে বলে আমরা আশংকা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক, রাতুল নাহিদ ভূইয়া, ওয়ারিয়ার্স অফ জুলাই-মুখপাত্রঃ মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, ইটনা উপজেলা সদস্য সচিব দেলোয়ার নেওয়াজ ভূইয়া, সরকারি মহিলা কলেজ শাখার সদস্য সচিব নুহা প্রমূখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝