Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

ট্রেন বন্ধে ক্ষুব্ধ যাত্রীদের স্টেশন ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:১৯ পিএম আপডেট: ২৮.০১.২০২৫ ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৪৮)
সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী স্টেশনে এসে পরিস্থিতি শান্ত করে। ছবি: প্রতিনিধি

সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী স্টেশনে এসে পরিস্থিতি শান্ত করে। ছবি: প্রতিনিধি

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করে টিকিটের টাকা ফেরত নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ যাত্রীরা সকাল ৭টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী স্টেশনে বিক্ষোভ করেন। তারা টিটিইদের একটি কক্ষের চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এসময় স্টেশনের অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। টিকিটের টাকা নিয়ে ফিরে যান ক্ষুব্ধ যাত্রীরা।

রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কাটেন, তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

তিনি জানান, সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ হয়ে গেছে। মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায় না। তবে মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছিল। এসব ট্রেন ছেড়ে যায়নি। তবে সোমবার দিনগত রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করা পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ভোরে রাজশাহী এসেছে।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ আছে। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কমিটি যখন কর্মবিরতি প্রত্যাহার করবে, তখন ট্রেন চলবে।’

এফপি/এমআই
বিষয়:  রাজশাহী   রেল স্টেশন   স্টেশন ভাঙচুর   সেনাবাহিনী  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝