Dhaka, Saturday | 16 August 2025
         
English Edition
   
Epaper | Saturday | 16 August 2025 | English
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩০৭ জনের মৃত্যু
পাবনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ
এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
শিরোনাম:

কুলাউড়ায় ট্রেনযাত্রীদের মানববন্ধনে ৮ দফা দাবি

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৩০ পিএম  (ভিজিটর : ৭৬)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে।

শনিবার (৯ আগস্ট) কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।

কুলাউড়ার সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।

বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।

কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হলো আগামী ১১ আগস্ট রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি পেশ, ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় এবং ১৬ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝