Dhaka, Tuesday | 4 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 4 November 2025 | English
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
আজকের স্বর্ণের দাম
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
নভেম্বর মাস থেকে একাধিক শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র, ২৯টি বোমাসহ ডাকাত আটক

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম  (ভিজিটর : ৭৩)

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমা সহ নিজাম ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। এর আগে শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়। 

আটক আবু বকর সিদ্দিক নিজাম লক্ষীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আজিজুলহক মাঝির ছেলে‌।
 
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা বাজার ঘাট থেকে তাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বাংলাবাজার মাছ ঘাটে থাকা তার আড়তে তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা, ২৯টি হাতবোমা জব্দ করা করা হয়। নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার জড়িত থেকে বিভিন্ন অপকর্ম করে আসছেন। কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্র সহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝