জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের আয়োজনে একটি শোভাযাত্রা পৌর মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে একটি পথ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে আমরা ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি। আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের জনগণের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আশা করছি আগামীতে একটি সুষ্টু নির্বাচনে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে।
এফপি/রাজ