খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৩২ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড ও বন বিভাগের বজবজা স্টেশনের বনরক্ষীরা।
মঙ্গলবার ২৯ জুলাই রাত ১১টায় উপজেলার পাতাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, বস্তা ভর্তি মাংস ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস লোকালয়ে আনা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে এমন সংবাদ জানতে পেরে কয়রা স্টেশন থেকে কোস্ট গার্ডের একটি দল কয়রা থানাধীন পাতাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বস্তা ভর্তি ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেরে চোরা শিকারিরা পালিয়ে যায়। বস্তার ভেতর থেকে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কারা এই শিকারি ও শিকারি চক্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষিত রাখতে লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত হরিণের মাংসে পরবর্তী বজবজা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, উদ্ধার করা হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে আলাদাত চত্বরের পিছনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এফপি/রাজ