Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
শিরোনাম:

মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৭ পিএম  (ভিজিটর : ২৪)

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া এলাকা ও চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকার বাসিন্দা ও ইউনিয়ন  আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম,পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম টিটু ও একই বাসিন্দা  উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নাশকতায় সংশ্লিষ্টতা থাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে আমাদের থানা পুলিশ গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা নুরল ইসলামকে মঙ্গলবার জামালপুর আদালতে পাঠানো হয়েছে। যুবলীগের ২ নেতাকে বুধবার আদালতে পাঠানো হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝