Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
কপোতাক্ষে ভাঙল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন মধুসূদনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
শিরোনাম:

মেহেরপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:৩১ পিএম  (ভিজিটর : ১৩)

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের জামাল(৫৪) হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার পাড়ার হাশেম মিয়ার লিচু বাগানে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে জামাল হোসেনকে হত্যা করেন বাচ্চু মিয়া। হত্যার পর তিনি জামালের ব্যাটারিচালিত অটোভ্যান ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যান। পরদিন জামালের ভাই আলঙ্গীর হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত ও বিচার কার্যক্রম শেষে আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে বলা হয়, বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌশলী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝