সাভারে উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও মানব পাচার প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণে কর্মমুখী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।
সভায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয় করে উপজেলা শিশু কল্যাণ ও মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম ত্বরান্বিত করা সহ নিয়মিত মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় সাভার উপজেলায় সেবাবঞ্চিত ও ভুক্তভোগী শিশুদের সরকারি সকল সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেয় সাভার উপজেলা প্রশাসন। এই উদ্যোগ বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর সার্বিক সহযোগিতা করবে বলে জানায় উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, সাভার থানা ওসি অপারেশন হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন নাহার সহ এনজিও রুপান্তর এর পরিচালক সাহাদাত হোসেন বাচ্চু ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/এমআই