রাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার।সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিফাত নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তানজিলা আক্তার। সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবীর ছেলে। তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।
সিফাতের স্ত্রী তানজিলা আক্তার জানান, ল্যাপটপ মেরামতের জন্য মাল্টিপ্ল্যান মার্কেটে গিয়েছিলেন সিফাত। সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর মোবাইল ফোনে কল দিলে মালিবাগে বলে জানান। এরপর আর বাসায় ফেরেননি তিনি। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সিফাতের স্ত্রী তানজিলা আক্তার খিলগাঁও থানায় প্রাথমিক অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজের পরের দিন পৃথক দুই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অপহরণের কথা বলে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা ১৬ হাজার টাকা নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠানো হয়। তবে ঘটনাটি পুলিশকে জানানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।
হঠাৎ করে সিফাতের নিখোঁজ হওয়া এবং এরপর মুক্তিপণ দাবি করে চাঁদা দাবি করায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনেরা তাঁর সন্ধান পেতে সবার সহায়তা কামনা করেছেন। যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নম্বর দুটি হলো—০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩।
স্ত্রী তানজিলা বলেন, ‘আমার স্বামী জীবিত, এটুকুই চাই। ও যেন যেভাবেই হোক ফিরে আসে, আল্লাহর কাছে এই দোয়া করছি।’
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার এসআই সুমন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রতারক চক্রের মোবাইল নম্বর ও লেনদেনগুলো ট্র্যাক করে দেখা হচ্ছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে।
এফপি/রাজ