নকল পশুখাদ্য, নকল ওষুধ এবং সেবামূল্যের তালিকা ছাড়াই সেবা দেওয়ার অভিযোগে পাবনার বেড়া ও সাথিয়া উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে।
কাশিনাথপুর ও সাথিয়া—এসিআই’র অনুকরণে উৎপাদিত ‘মিটমোর’ নামের নকল পশুখাদ্য বিক্রির দায়ে দুটি ফিড দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা।
মেডিনোভা স্পেশালাইজড হাসপাতাল— সেবামূল্যের তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা। তাসনিম ফার্মেসি —‘সিভিট’ নামে নকল ভিটামিন সাপ্লিমেন্ট বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে ক্রেতাদের প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না।
এফপি/এমআই