সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করার সময় ছয় বাংলাদেশী নাগরিককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বিজিবি।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার সময় তাহিরপুর সীমান্তের বিরেন্দ্রনগর বিওপির ১১৯৪/এমপি সীমান্ত পিলার এলাকার লামাঘাটা নামক স্থান থেকে বিজিবির একটি বিশেষ টহল দল তাদেরকে আটক করে। আটককৃতদের রাতেই তাহিরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।
শনিবার রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, প্রায় ৪ থেকে ৫ মাস পূর্বে অবৈধভাবে আটককৃতরা কাজের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেয়। সেখানে সঠিক মজুরী না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এফপি/এমআই