রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি চমকপ্রদ প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাঠে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় গোয়ালন্দ সেভেন স্টার ও রাজবাড়ী ও কালুখালী ফায়ার ফ্রেন্ডস দল।
উল্লেখযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে গোয়ালন্দ সেভেন স্টার দল ৬-১ গোলের ব্যবধানে রাজবাড়ী ও কালুখালী ফায়ার ফ্রেন্ডস দলকে পরাজিত করে। গোয়ালন্দ দলের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান এবং প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেন রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সনাজ মিয়া।
খেলার প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-মহা পরিচালক মোঃ জাকির হোসেন।
তিনি বলেন, “ফায়ার সার্ভিস সদস্যরা শুধু অগ্নিনির্বাপণে নয়, মানসিক ও শারীরিক দক্ষতায়ও সেরা হতে হবে। এমন প্রীতি ম্যাচ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।”
বিশেষ অতিথি ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান। ম্যাচ পরিচালনায় ছিলেন স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান, ধারাভাষ্যকার ছিলেন মোঃ আনোয়ার সংক্ষেপ, এবং রেফারির দায়িত্ব পালন করেন পিএম ফারুক হোসেন।
স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড়ে গোটা মাঠ ছিল উৎসবমুখর। খেলাকে ঘিরে ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, খেলাধুলা তাদের বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণের অংশ হিসেবেই বিবেচিত হয়, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে।
এফপি/রাজ