Dhaka, Wednesday | 23 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 23 July 2025 | English
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে যমুনেশ্বরী নদী চরের বেদে বহর
আদমদীঘিতে নারীসহ দুই জনের আত্মহত্যা
হেভি মেটাল তারকা ওজি অসবর্ন মারা গেছেন
শিরোনাম:

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৪০ পিএম  (ভিজিটর : ১৪)

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্ট ৯৭তম স্থানে ছিল।

বুধবার (২৩ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ তালিকায় এই তথ্য উঠে এসেছে।

এদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ– ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে।

অন্যদিকে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ম স্থানে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝