নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তরে একটি মশাল মিছিল করেছে।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাক্স পরে অন্ধকার রাস্তায় শতাধিক নেতাকর্মী হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছে। তবে রাতের এই আকস্মিক মিছিল ও ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ও খুনি ইউনুসের পদত্যাগ দাবিতে চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগের মশাল মিছিল।
স্থানীয়রা জানান, এ ধরনের গোপন ও গভীর রাতের কার্যক্রম এলাকায় আতঙ্ক তৈরি করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির সাংবাদিকদের জানান, আমি বিষয়টি অবগত হয়েছি। পুলিশ এই ঘটনায় তৎপর রয়েছে। মিছিলটি মতলব উত্তরের কোথায় হয়েছে, তা শনাক্ত করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সরকার বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করেছে। তাই এই সংগঠনের প্রকাশ্য কার্যক্রম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এফপি/রাজ