‘কল্যাণ রাষ্ট্রের শপথ নিন, নাগরিক ঐক্যে যোগ দিন’ শ্লোগানকে সামনে রেখে রংপুর গঙ্গাচড়ায় নাগরিক ঐক্যের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে নাগরিক ঐক্য গঙ্গাচড়া কমিটির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোফাখ্খারুল ইসলাম।
নাগরিক ঐক্য গঙ্গাচড়া উপজেলার আহবায়ক রহমত উল্ল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলার আহ্বায়ক মহিউদ্দিন আজাদ মাহি। আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য রংপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুর আলম ও মাজেদা বেগম।
অনুষ্ঠানে গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের মোহাম্মদ আবু সালেক সরকারের নেতৃত্বে ২০ জন ব্যক্তি প্রধান অতিথিসহ অতিথিদের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নাগরিক ঐক্যে যোগদান করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ, কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা শুরু করে পরে উপজেলার দলীয় কাজকে বেগবান করতে রংপুর জেলা কমিটির নেতৃত্বে গঙ্গাচড়া উপজেলা কমিটি ভেঙে সাংবাদিক আব্দুল মজিদ মিয়াকে আহ্বায়ক ও সদ্য যোগদানকৃত আবু সালেক সরকারকে সদস্য সচিব মনোনীত করে নতুন ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এফপি/রাজ