Dhaka, Monday | 21 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 21 July 2025 | English
খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু
টেকনাফে সরকারি ২ লাখ চারা গাছ কেটে ধ্বংস, নীরব রেঞ্জ কর্মকর্তা
পানির অভাবে পাট জাগ দিতে না পেরে বিপাকে কাহারোলের চাষীরা
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
শিরোনাম:

বিএনপি’র কেউ অপকর্মে জড়ালে দল দায় নেবে না: অধ্যাপক তানভীর হুদা

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:২৮ পিএম  (ভিজিটর : ৪০৩)

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিএনপিকে দ্বিখণ্ডিত করতে পারেনি। এখন যারা চক্রান্তে লিপ্ত, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। বিএনপি ও গণতন্ত্রকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মধ্য মান্দারতলী গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের বাড়িতে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তানভীর হুদা আরও বলেন, বিএনপি করেও কেউ যদি অপকর্মে জড়িয়ে পড়ে, তার দায় দল নেবে না। চাঁদাবাজ, ফ্যাসিস্টদের এ দলে জায়গা হবে না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা আদর্শের ভিত্তিতে। ফতেপুর পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি। দোষীদের বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্টডিতে নেওয়া হোক।

তিনি বলেন, উঠান বৈঠকের মাধ্যমে জনগণের আরও কাছে যাওয়া যায়। আমার বাবা মরহুম নুরুল হুদা যতবার সুষ্ঠ ভোট হয়েছে ততবারই জনগণের ভালোবাসায় এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে, আপনাদের কথা তুলে ধরেছেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তানভীর হুদা বলেন, সামনে জাতীয় নির্বাচনকে বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপিকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় প্রস্তুত রয়েছে। এই উঠান বৈঠকে অনেক মা বেনদের উপস্থিত হয়েছে। আপনারা যানেন, মা-বোনদের ভোটের মাধ্যমেই বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। জনগণের সাথেই আমাদের শক্তি।

শেষে তিনি গত বছরের জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে ফতেপুর পশ্চিমে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ বদিউজ্জামান সরকার সজিবের যৌথ সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন মজুমদার, ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল হক, জেলা মৎসজীবী দলের সহ সভাপতি শহিদউল্ল্যা মোল্লা।

এর পর তানভীর হুদা উপজেলা শিকারীকান্দি আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনে (মরাধন) পথসভায় যোগদান করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝