পাবনার আমিনপুরে ধর্ষণ মামলায় নিশান উদ্দিন সরদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ জুলাই) পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী একই গ্রামের আব্দুল আউয়াল মোল্লার মেয়ে উর্মি খাতুন (২১)। অভিযোগে বলা হয়, নিশান উদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে বিয়ে না করে প্রতারণা করলে ২০২৩ সালের ২৯ জুন আমিনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদত হোসেন তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে ২০২৪ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাহাবুদ্দিন সবুজ।
রায় সম্পর্কে ভিকটিম উর্মি খাতুনের বাবা আব্দুল আউয়াল মোল্লা বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের রায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”
অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আসামির আইনজীবী অ্যাডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।”
এফপি/রাজ