Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
শিরোনাম:

মব জাস্টিস কোনভাবেই বরদাস্ত করে না সরকার: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:২৩ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৪:৫৪ পিএম  (ভিজিটর : ৩৩)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

মব জাস্টিস কোনভাবেই বরদাস্ত করে না সরকার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মব জাস্টিস কোনভাবেই বরদাস্ত করে না সরকার বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা প্রশাসন এর উদ্যোগে,‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক দিনে এক লক্ষ চারাগাছ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎এসময় তিনি আরো বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে সরকার বা সরকারি দল কোনভাবেই জড়িত না। মব জাস্টিসের ক্ষেত্রে যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে।
‎উপজেলা চত্বরে গছ রোপণ শেষে তিনি আরো বলেন, দেশের অপশাসনগুলো এককভাবে ৫৩ বছর ধরে চলে এসছে। তা দেড় দুই বছরে সহজেই পরিবর্তন হওয়া সম্ভব না। তবে কিছু পরিবর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা অবৈধ ইটভাটা সহ অবৈধ পলিথিন ব্যবহার বন্ধে ‎প্রচুর পরিমাণে অভিযান পরিচালনা করছি।
‎এসময় ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার, জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ‎এবং স্বাগত বক্তব্য রাখেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝