ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চালিত চোরাই একটি অটোরিক্সা ক্রয়-বিক্রয়কালে ৪ জনকে আটক করেছে থানা-পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাটস্থ প্রভাতী ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক থেকে এসআই মোঃ শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদার তাদের আটক করেন।
এসময় রেজিস্ট্রেশনবিহীন দুই লাইটের প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি সিএনজি চালিত অটোরিক্সা গাড়ি উদ্ধার করে ৪ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), দেওয়ান মিয়ার ছেলে জুনাইদ মিয়া (৩০) ও ইয়াছিন মিয়ার ছেলে শিপন মিয়া (২০)। এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ