Dhaka, Saturday | 5 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 5 July 2025 | English
মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক
পাঁচ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু
পাবনায় বাল্যবিয়ের চেষ্টা ভন্ডুল, কাজীকে ৫ হাজার টাকা জরিমানা
ভারতে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৬৩
শিরোনাম:

সাতক্ষীরা সীমান্তে ছয় মাসে ৪১ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক বিজিবি’র

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:১৩ এএম  (ভিজিটর : ৫)

সাতক্ষীরা সীমান্তে ছয় মাসে বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হয়েছে প্রায় ৪১ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালে বিজিবির সদর দপ্তরসহ অধীনস্থ বিওপি, ক্যাম্প ও চেকপোস্টসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে।  

চোরাচালান বিরোধী অভিযানে এই সময়ের মধ্যে ৩৩ বিজিবির সদস্যরা ৩৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৪০৫টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করে। আটককৃত দ্রব্যের মধ্যে রয়েছে- স্বর্ণ, হীরার নাকফুল ও রৌপ্য ভারতীয় গরু, ট্রাক, কাভার্ডভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ঔষধ ও ঔষধ তৈরির কেমিক্যাল, কম্বল, শাড়ি, থ্রিপিস, বোরকা, চিংড়ি রেনু পোনা, পাতার বিড়ি, চা পাতা, জিরা, বাশমতি চাল, চিনি, ফাইটার মোরগ, ভারতীয় রুপি, প্রসাধনী সামগ্রী, তৈরি পোশাক, ইমিটেশন গয়না, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও খাদ্যপণ্য।

একই সময়ে বিজিবির পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কোটি ১৬ লাখ ৫৬ হাজার ৭৫০টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ, সিলডেনাফিল ট্যাবলেট, অনাগ্রা ও কাটাগ্রা ইনজেকশন, বিদেশি ব্র্যান্ডের মদ।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল আলম, বলেন,  সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে নিরলস ভাবে  কাজ করছে বিজিবি সদস্যরা। পুশইন ঠেকাতে কড়া নজরদারিতে রয়েছে বিজিবি সদস্যরা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝