পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে বনগ্রাম বাজারসংলগ্ন বহলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাস (রেজি নম্বর- ঢাকা মেট্রো ব-১৩-২৫৮১) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহতরা হলেন- আবেদ আলী (৩৮), পিতা- মৃত হাশেম মোল্লা, সাং- শান্তিপুর, থানা- সুজানগর, জেলা- পাবনা। মনসুর আলী (৪০), পিতা- মৃত ইবাদ আলী প্রামাণিক, সাং- কারিগরপাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহত ১৫ জনকে তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এফপি/রাজ