Dhaka, Friday | 4 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 4 July 2025 | English
ভারতে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৬৩
দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী
হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
শিরোনাম:

আদমদীঘিতে বাজার মনিটরিংয়ে ইউএনও, একজনের জেল

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম  (ভিজিটর : ৭)

বগুড়ার আদমদীঘি উপজেলার হাটবাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় যৌথবাহিনী আদমদীঘি বাজারের বিভিন্ন দোকানপাটে এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। দণ্ডপ্রাপ্ত মজনু সরদার আদমদীঘি উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে।

অভিযানে দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা এলকার ক্যাম্প কমান্ডার সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসনূর রহমান, উপজেলা স্যানিটারি ইনসপেক্টর কামাল হোসেন-সহ যৌথ বাহিনীর সদস্যা অংশগ্রহণ করেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনুজম অনন্যা জানান, সারাদেশে ন্যায় হাট ও বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বিভিন্ন সামগ্রীর মূল্য তালিকা টাঙ্গানোসহ বাজার নিয়ন্ত্রণ রাখতে বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে দৈনিক বাজারে যৌথ বাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযান কালে খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মাছ, মুরগি বাজার, সবজি বাজার, দধি মিষ্টি দোকান-সহ খাবার হোটেলে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত দাম না নেয়া ও দোকানে দ্রব্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে বেচাকেনা করার পরামর্শ দেন। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝