Dhaka, Tuesday | 1 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 1 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

চিলমারীতে জীবন্ত গাছে আগুন, উৎসুক জনতার ভীড়

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ২০)

কুড়িগ্রামের চিলমারীর রমনা রেল স্টেশন প্লাটফর্মের একটি পুরোনো জীবন্ত গাছে আগুন ধরার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জীবন্ত গাছে আগুন জ্বলছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীড় লেগে যায়।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে রমনা রেল স্টেশন প্লাটফর্মের দক্ষিণের একটি কড়াই গাছের গোড়ার ফাঁফা একটি অংশে এ আগুন ধরার ঘটনা ঘটে। ফজরের নামাজ পড়তে আসা আব্দুর রহিম ও মাওলানা আবু সাঈদ নামে দুই মুসল্লি প্রথমে আগুন দেখতে পান। নামাজ শেষে তারা স্থানীয় মুসল্লিদের নিয়ে প্রথমে আগুন নেভানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর আবার আগুন জ্বলে ওঠে। দুপুর ১২টার দিকে গাছটি অর্ধেক অংশ আগুনে পুড়ে ভেঙ্গে পড়ে। বাকি অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গাছটি ১৯৭৬ সালে স্টেশন প্লাটফর্মের দক্ষিণে রোপন করা হয়েছিল। সে হিসেবে গাছটির বয়স ৪৯ বছর।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত হচ্ছিলো। তারা ভেবে নিয়েছিল, এটি ভূতুড়ে কাণ্ড।

সমাজ উন্নয়ন কর্মী আমিনুল ইসলাম বীর বলেন, ‘অর্ধশত বছরের পুরোনো করই গাছটির ভেতরের অংশ ছিল ফাঁফা। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছা করেই গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিয়েছে।’

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ফারুক আহম্মেদ বলেন, ‘সকালে একবার এসে আগুন নিভিয়ে দেয়া হয়েছিল। কিন্তু পুনরায় আবার আগুন জ্বলে উঠেছে। আমাদের একটি টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। কে বা কারা গাছটিতে আগুন দিয়েছে, সেটা তদন্তে বেরিয়ে আসবে।’

রমনা স্টেশনের বুকিং মাস্টার রায়হান সরকার বলেন, ‘ভেঙ্গে পড়া গাছের অংশ সরানো হলেও গাছটির ক্ষতিগ্রস্ত আরেক অংশ ভেঙ্গে পড়ার ঝুঁকিতে রয়েছে।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝