Dhaka, Tuesday | 1 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 1 July 2025 | English
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনওই বন্ধ হবে না: ইরাভানি
এনবিআরের ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’
৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে: নাহিদ ইসলাম
শিরোনাম:

পিরোজপুরে ‎আগুনে পুড়ে দিনমজুরের ঘর ভস্মীভূত

প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫৩ এএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৭:১৪ পিএম  (ভিজিটর : ২৭)

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিতলা গ্রামের মো. আমজেদ শেখ নামের এক দিনমজুরের বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।

একমাত্র থাকার গৃহটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মাথা গোজার ঘর আর সহায় সম্বল হারিয়ে অসহায় পরিবারটি এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

শুক্রবার (২৭ জুন) সকালে সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিতলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবারটি।

অসহায় আমজেদ শেখ এর স্ত্রী হিমা বেগম (২৭) কাজ করতেন অন্যের বাড়িতে। তিন ছেলে মেয়ে নিয়ে কোনরকমে সংসারের চাকা সামান্য চালাতে পারলেও এক ভয়াল আগুন সেই সামান্যটুকুও কেড়ে নিয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারটির ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
‎‎‎রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আগুন সব কিছু কেড়ে নিয়েছে। মাথা গোঁজার ঠাঁই নেই, নেই একটি থালাও। বুকভরা হাহাকার, চোখভরা কান্না আর খোলা আকাশের নিচে দিন গুনছে পরিবরটি। আগুনে পুরোপুরি পুড়ে গেছে অসহায় দিনমজুর আমজাদ শেখের টিনের ঘরটি। ঘরে থাকা চাল, আসবাবপত্র, নগদ টাকা, গৃহপালিত ছাগল পুড়ে পথে বসে গেছে পরিবারটি।
‎প্রত্যক্ষদর্শী মো. জসিম বলেন, বাড়িতে আগুন দেখে আমরা ছুটে আসি। তবে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। ‎ঘর থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা-কলম, টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
‎ক্ষতিগ্রস্ত মো. আমজেদ শেখ জানান, ঘরে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরনের লুঙ্গি ছাড়া সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আসছিল কিন্তু রাস্তা না থাকায় গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই। আমার সব পুড়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।
‎আমজেদ শেখের স্ত্রী হিমা বেগম বলেন, আগুন দেখে বাড়িতে ছুটে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো কোনো উপায় নেই। আমরা খুব গরিব-অসহায়। আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমার ৮ মন চাল, নগদ ৩০ হাজার টাকা, ঘরের মধ্যে থাকা একটি ছাগল সহ সব পুড়ে গেছে। আমাদের এখন কি হবে!
‎‎পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সেলিম হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়, তবে রাস্তা না থাকার কারনে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারিনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
‎এ বিষয়ে পিরোজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি আমাদের কাছে এসেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে আমরা সহায়তা করেছি। আগামীতে তাদের সমস্যায় বড় সহায়তা করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝