বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সকালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় এই আয়োজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেশবপুর উপজেলা শাখার পৃষ্ঠপোষকতায় এবং সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
আয়োজকরা জানান, কবির সাহিত্যকীর্তি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এফপি/রাজ