Dhaka, Saturday | 13 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 December 2025 | English
দুর্বল গণতন্ত্রে বন্দুক কথা বলে: এরশাদের উত্থান ও আজকের বাংলাদেশ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
কেরানীগঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি , উদ্ধার ৪৫
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
শিরোনাম:

সমালোচনার মুখে এনসিপি নালিতাবাড়ী সমন্বয় কমিটি স্থগিত

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ২:১৮ এএম  (ভিজিটর : ৫০)

বিতর্ক ও সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নালিতাবাড়ী উপজেলার সদ্য ঘোষিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া ও যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন পৃথক ফেসবুক পোস্টে বিষয়টি জানান।

এর আগে গত ১৯ জুন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে অনুমোদিত ৩১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা এনসিপির কমিটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পোস্টে প্রকাশ করা হয়।

কমিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পরে প্রধান সমন্বয়কারীসহ কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা।

প্রধান সমন্বয়কারী  জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতা ও ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতা আন্দোলনে নিরব থাকার অভিযোগ ওঠে। এছাড়া জুবায়ের আহম্মেদ একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে কিভাবে রাজনৈতিক দলের পদে আসতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।

এছাড়াও সমন্বয় কমিটির একাধিক সদস্যের বিরুদ্ধে অতীতে সরাসরি আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃত্বে থাকার অভিযোগ ওঠে। আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে তাদের সরব উপস্থিতির বিভিন্ন ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে।

সমন্বয় কমিটিতে স্থান পাওয়া সামিয়া সুলতানা শারমিন ফেসবুক পোস্টে জানান, নালিতাবাড়ী উপজেলা এনসিপির কমিটিতে কিভাবে তার নাম আসলো তিনি তা অবগত নন। তাকে না জানিয়েই তার নাম কমিটিতে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।

নেটিজেনদের অনেকের দাবি নালিতাবাড়ী এনসিপির এই কমিটি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আওয়ামী লীগের পুনর্বাসন করলে এনসিপি অদুর ভবিষ্যতে জনপ্রিয়তা শূন্য হবে বলেও মন্তব্য করেন অনেকে।

জেলা এনসিপি সমন্বয় কমিটির এক সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, নালিতাবাড়ী কমিটিতে এক সদস্যকে না অবগত করে স্থান দেওয়া হয়েছিলো। পরবর্তীতে সেই সদস্যের আপত্তির মুখে কেন্দ্রীয় কমিটি নালিতাবাড়ী উপজেলা কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

শেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন বলেন, রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে নালিতাবাড়ী কমিটি স্থগিতের বিষয়ে বিস্তারিত জানাবেন।

কমিটি স্থগিতের বিষয়ে জানতে শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো: লিখন মিয়াকে একাধিক ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝