Dhaka, Wednesday | 2 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 2 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

কুলাউড়ায় সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগ নেতার গাড়ির গ্যারেজ

প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:০৮ পিএম  (ভিজিটর : ১৫)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া সরকারি হাট বাজারের অর্ধ কোটি টাকা মূল্যের জায়গা জবর দখল করে গাড়ির গ্যারেজ নির্মাণ করেছেন শেখ রুহেল নামে এক আওয়ামী লীগ নেতা। শুধু তাই নয় মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি সুলতান মনসুরের ঘনিষ্ট সহচর হওয়ার সুযোগে বাজারের ড্রেন নির্মাণের একটি মোটা অংকের প্রকল্প এনে নাম মাত্র কাজ করে প্রকল্পের বৃহৎ অংশ আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে সম্প্রতি বাজারের জায়গা উদ্ধারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেছেন বাজারের বর্তমান ইজারাদার মো. রাহেল মিয়া।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রুহেল বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৯ সালে রাঙ্গিছড়া বাজারের সরকারী ৪ শতক জায়গা জবর দখল করে একটি পাকা ঘর নির্মাণ করে কিছুদিন কেজি স্কুল পরিচালনা করেন। ছাত্র-ছাত্রী না থাকায় পরে কেজি স্কুল বন্ধ করে তাঁর ব্যবহৃত প্রাইভেট কার ওই পাকা ঘরে রেখে গ্যারেজ হিসাবে ব্যবহার করে আসছেন। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বাজারের এই জায়গা এখন শেখ রুহেলের দখলে রয়েছে। এছাড়াও শেখ রুহেল বাজারের ড্রেন নির্মানেও অনিয়ম করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

বাজারের বর্তমান ইজারাদার মো. রাহেল মিয়া বলেন, রাঙ্গিছড়া বাজারটি বিগত পহেলা বৈশাখ হতে তিনি সরকারের নিকট থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার পর দেখতে পান, বাজারের গুরুত্বপূর্ণ ৪ শতক জায়গার উপর শেখ রুহেল পাকা ঘর নির্মাণ করে গাড়ির গ্যারেজ করে ব্যবসায়িক কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়াও বাজারের ড্রেন নির্মাণে তিনি ৪ লক্ষ টাকার প্রকল্পে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন। আমি সহকারী কমিশনার ভূমিকে লিখিতভাবে জানিয়েছি।

এ ব্যাপারে শেখ রুহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়, জায়গাটি আমার। জায়গাটিতে আমি স্কুল প্রতিষ্ঠা করেছি কোন গ্যারেজ বানাইনি। এলাকার একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝