Dhaka, Friday | 4 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 4 July 2025 | English
দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী
হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
বাকৃবিতে ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
শিরোনাম:

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:০৫ পিএম  (ভিজিটর : ২৭)

নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার আরোহী চারজনেরই মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (২০ জুন) বিকেলে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর, তার আত্মীয় মিরপুরের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪৫), সিএনজি চালক মো. বাবু (৪০) এবং এক অজ্ঞাতনামা ব্যক্তি (৪০)।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী রাব্বি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক বাবু এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি দুইজনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝