সিলেটে টাস্কফোর্সের অভিযানে প্রায় অর্ধশতাধিক স্টোন ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার স্টোন ক্রাশারগুলোতে এই অভিযান চালানো হয়। এসময় ৩০টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ২৬টি মিটার জব্দ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য শাখা, তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) মেরিনা দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সাথে বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিদ্যুৎ ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে স্টোন ক্রাশার করে কার্যক্রম পরিচালনা করায় আজ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। এই অবৈধ স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ