মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি- পরিকল্পিতভাবে গৃহবধূকে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, সিঙ্গাপুরপ্রবাসী উজ্জ্বল হোসেনের স্ত্রী লিপি খাতুনকে (২৪) শারীরিক সম্পর্কের অনৈতিক প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। ফলে গৃহবধূরে ননদের স্বামী সামাদ হোসেন (৪০) ও শাশুড়ি কোহিনুর খাতুন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে দাবি করেছে নিহতের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাদ দীর্ঘদিন ধরে লিপিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবার ও সমাজে অপমানের ভয়ে বিষয়টি চেপে গিয়েছিলেন লিপি। বুধবার গভীর রাতে শাশুড়ির সহায়তায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং আত্মহত্যার নাটক সাজাতে ঘরের টিনের চালের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
অচেতন অবস্থায় লিপিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত সামাদ ও কোহিনুর বাড়িতে তালা দিয়ে পলাতক রয়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত লিপি খাতুন দুই সন্তানের জননী।
এফপি/রাজ