Dhaka, Saturday | 13 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 December 2025 | English
দুর্বল গণতন্ত্রে বন্দুক কথা বলে: এরশাদের উত্থান ও আজকের বাংলাদেশ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
কেরানীগঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি , উদ্ধার ৪৫
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
শিরোনাম:

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে করোনা সতর্কতা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১২:৫২ এএম  (ভিজিটর : ৫২)

বাংলাদেশ-ভারত সীমান্তের অন্যতম প্রধান প্রবেশদ্বার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট। করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট ও সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনায় বিজিবি-কাস্টমস ও ইমিগ্রেশন সতর্কতা অবলম্বন করে পাসপোর্ট যাত্রী ও তাদের কাগজপত্র সহ ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করছেন।

বুধবার (১১ জুন) দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তারা জানালেন পাসপোর্ট যাত্রীদের সাবান দিয়ে হাত ধৌত করে মুখে মাস্ক পরিধান করে এবং নির্ধারিত দুরত্ব বজায় রেখে পাসপোর্ট ও ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করা হচ্ছে।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ছাড়াও অন্যান্য  দেশের পর্যটকগন যাতায়াত করে থাকে।

ভারত ফেরত ফরিদপুরের এক পাসপোর্ট যাত্রী শ্রী নীল কমল জানান করোনা ভাইরাস ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে কিন্ত তাদের কাস্টমস ইমিগ্রেশনে বা বিএসএফের চৌকিতে পাসপোর্ট যাত্রীদের তেমন কোন সতর্কতা মুলক ব্যাবস্থা নেয়া চোখে পরেনি।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মোঃ রমজান আলি জানান, করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে স্বাস্হ্য মন্ত্রণালয় থেকে কোন লিখিত চিঠি আমরা পায়নি, তবে বুধবার সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে দেশের অন্যান্য স্থল পথে যেভাবে অত্যাধুনিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে বলে শোনা গেছে সে তুলনায় দর্শনা ইমিগ্রেশনে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বা চিকিৎসক টিম বসানো হয়নি, এ কারণে ভাইরাসটি সনাক্ত করনে সমস্যা হতে পারে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদি জিয়াউল আহম্মেদ জানান চেকপোস্টে সতর্কতার সাথেই কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভয় বা আতংকের কিছু নেই,আমাদের জেলায় এখনো করোনা ভাইরাসের কোন পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝