Dhaka, Tuesday | 24 June 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 24 June 2025 | English
কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা
করোনা আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২
সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না: এরদোয়ান
শিরোনাম:

১০৬টি খাসি কোরবানি করলো কুবি ছাত্রশিবির

প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ২৬৫)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী ও ক্যাম্পাসের আশেপাশের বাসিন্দাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন ১০৬টি খাসি কোরবানি দিয়েছে কুবি শাখা ইসলামী ছাত্রশিবির। 

শনিবার (৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ইউসুফ ইসলাহী এটি নিশ্চিত করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা ময়দানে একসাথে সবগুলো খাসি কোরবানি দেয়া হয়। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ উপস্থিত সকল মুসল্লীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন তারা। এছাড়াও একটি খাসিকে চারভাগ করে ক্যাম্পাসের আশেপাশে দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন,"ঈদুল আযহা আত্মত্যাগের মহান আদর্শের প্রতীক। এই পবিত্র দিনে আমরা চেষ্টা করেছি কোরবানির আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য, স্থানীয় মুসল্লী এবং সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে। আমাদের মূল লক্ষ্য ছিলো মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও একতার বন্ধন আরও দৃঢ় করবে।"

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেটে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। তারপরও ক্যাম্পাসে স্বনামে মধ্যাহ্নভোজের আয়োজন করে ছাত্রশিবির।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝