Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

ময়মনসিংহের ৩৬ থানায় সিসি ক্যামেরায় মনিটরিং শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম  (ভিজিটর : ৪৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ পুলিশের রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। পুলিশ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিতে এই সেন্টার থেকে নিয়মিত মনিটরিং করা হবে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩৬টি থানা পুলিশের কার্যক্রম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে এই কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়।

জেলার ৩৬ থানা–পুলিশের নিয়মিত কার্যক্রম পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, অপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট। এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাসমূহ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন পৌর এলাকা, গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য অপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে।

সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিকেল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে। এতে পেট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এ ছাড়াও সিআইডিএমএস এর মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সকল সেবাপ্রার্থীরা।

ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজিকরণ, স্বল্প সময়ে জনগণের মাঝে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝