রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় এই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি সারাদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে ।
বৃহস্পতিবার, ২৯ মে সকাল থেকেই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে পুরান ঢাকার গেন্ডারিয়া, মিরপুর, মোহাম্মদপুর ও বাড্ডা এলাকায় রাস্তায় পানি জমে গেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই ড্রেনের পানি রাস্তায় উঠে আসে, ফলে চলাচলে সমস্যা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে।
সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা অফিস বা জরুরি কাজে বাইরে যাচ্ছেন, তাদের সাবধানে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরও তথ্যের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এফপি/রাজ