Dhaka, Thursday | 18 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করলেন কুড়িগ্রামের হুমায়ুন কবির

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১২৬)

বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন কুড়িগ্রামের যুবক মোঃ হুমায়ুন কবির।

কলকাতা ভিত্তিক সার্ক কালচারাল ফোরাম প্রদত্ত সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৫ এই সম্মাননা প্রাপ্তিতে কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন তার প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মোঃ হুমায়ুন কবির কুড়িগ্রাম পৌর শহরের কবিরাজপাড়া এলাকার মোঃ আব্দুল বাতেন এবং মোছাঃ কহিনুর বেওয়ার ছেলে। তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি কুড়িগ্রামের যুব সমাজের জন্য একটি অনুপ্রেরণা। 

গত মঙ্গলবার (২০ মে) ঢাকার থ্রি স্টার হোটেল অরনেটে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন।

এসময় অতিথিবৃন্দ বলেন, হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুড়িগ্রামের সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা লাভ করেছেন। তার এই অর্জন কেবল তার নিজস্ব প্রচেষ্টার ফল নয়, বরং এটি সমাজের প্রতি তার দায়িত্বশীলতা এবং সেবার মানসিকতার প্রতিফলন। আমরা হুমায়ুন কবিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি তিনি যেন তার কাজের মাধ্যমে আরও অনেক মানুষের জীবনকে প্রভাবিত করেন।

অ্যাওয়ার্ড পেয়ে হুমায়ুন কবির বলেন, আমি অত্যন্ত আনন্দিত। কাজের পুরস্কার স্বরুপ এমন অ্যাওয়ার্ড, আমার আগামীতে সামাজিক ও মানবিক কাজে আরো অনুপ্রেরণা যোগাবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝