Dhaka, Monday | 26 May 2025
         
English Edition
   
Epaper | Monday | 26 May 2025 | English
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
শিরোনাম:

ডুলাহাজারা সাফারি পার্কে হাতি শাবকের পর নীল গাইয়ের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৮০)

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে একটি নীলগাই মারা গেছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীল গাইয়ের মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া নীল গাই স্ত্রী লিঙ্গের এবং প্রাপ্ত বয়স্ক।

একমাসের মধ্যে হাতি শাবকের পর নীল গাইসহ দুটি প্রাণীর মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জনের কর্তব্য অবহেলার অভিযোগ করেছেন স্থানীয় পরিবেশ সচেতন মহল।

চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এমআর মাহমুদ বলেন, ডুলাহাজারা সাফারি পার্কের সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলা এবং রোগ নিরুপনে তড়িৎ পদক্ষেপ না নেয়ার কারণে হাতি শাবকের মৃত্যুর পর এবার নীল গাইটির মৃত্যু হয়েছে।

তবে, এ কথা অস্বীকার করেছেন সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন।

তিনি বলেন, দায়িত্ব অবহেলার বিষয়টি সঠিক না। ভেটেরিনারি হাসপাতালের কর্মীরা নিবিড় পরিচর্যায় নীল গাইটির চিকিৎসা সেবা দিয়ে দেখভাল করেছে।

তিনি বলেন, চলতি মাসের ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীল গাইটি উদ্ধার করে গত ১৫ মে ডুলাহাজারা সাফারি পার্কে আনা হয়েছে। এসময় নীল গাইয়ের চার পা সহ সর্বশরীরে ব্যাপক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি পায়ের জয়েন্ট ভেঙে গিয়ে তরল পদার্থ বের হওয়ার কারণে ক্ষতস্থানে ব্যাপক জীবানু প্রবেশ করে মারাত্মক ক্ষতির শিকার হয় নীল গাইটি।

এক পর্যায়ে প্রাণীটি রোগ প্রতিরোধে শারিরীক সক্ষমতাও হারিয়ে পেলে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও নীল গাইটি সুস্থ না হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার নীল গাইটির মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ উদ্দিন এবং আমি নিজে (ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন) উপস্থিত থেকে ময়নাতদন্ত করেছি।

ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার (২৪ মে) দুপুরের দিকে সাফারি পার্কের ভেতরে নীল গাইটির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। 

সাফারি পার্ক সূত্রে জানা গেছে, চলতি মাসের ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় উদ্ধার করে ১৫ মে সাফারি পার্কে চিকিৎসার জন্য পাঠানো হয়। শনিবার নীল গাইটির মৃত্যু হয়। তাঁর আগে চলতি মাসের প্রথমদিন ১ মে চিকিৎসাধীন অবস্থায় সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চার মাস পর একটি হাতি শাবকও মারা যায়। 

ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনজুর আলম বলেন, আমি অফিসের কাজে চট্টগ্রাম শহরে অবস্থান করার কারনে নীল গাইয়ের মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। তবে ভেটেরিনারি সার্জন ও চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উপস্থিত থেকে ময়নাতদন্তের পর এটি মাটিচাপা দেওয়া হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝