সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর উচ্ছদ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃস্পতিবার (২২ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বড় পোওতা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বলেন, ২০০৩ সালে আমরা এখানে মাটি ভরাট করি। এরপর ২০১১ সালে আমরা ৪০টি পরিবারকে সরকারি বিধি মোতাবেক ঘর নির্মাণ করে দেয়া হয়। কিন্তু এলাকার একটি মহল ওই জায়গা দখল করে দোকান সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন।
দখলকৃত জায়গায় চা স্টল নির্মাণ করার ফলে সেখানে উচ্চস্বরে টিভিতে গান বাজনা বাজানোর ফলে আশ্রয়ণ প্রকল্পের লোকজন সহ পাশ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ারেখা বিঘ্নিত হচ্ছে। গুচ্ছগ্রামের মসজিদে মুসল্লিদের নামাজ পড়া সহ চলাচলের সমস্য হয়। এ কারণে তারা আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোন প্রতিকার না পেয়ে আজ তারা অবৈধ দোকানপাঠ উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন।
বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নন কুমার সাহা জানান, স্কুলের পাশে বাজার থাকলে একটু সমস্যা হয়। শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন ঘটে।
এ প্রসঙ্গে বারুহাস ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সুমন হায়দার বলেন, দুটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। ওই বাজারে কয়েকটি দোকানে উচ্চ শব্দে গান-বাজনা হয়। এতে পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা হয়।
অবৈধ দোকান ঘর উচ্ছদের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. নুরুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে আমার কথা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফপি/রাজ