নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রবল ঝড় ও ভারী বর্ষণের কারণে পুরনো দুর্বল একটি প্রাচীর ধসে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী বিথি খাতুন (১২) মারা গেছেন।
বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয় (ব্র্যাক) এর মেধাবী ছাত্রী ছিলেন।
ঘটনার সময় বিথি বাড়ির পাশে একটি ট্যাপ কলের কাছে হাত-পা ধুতে গিয়েছিলেন। হঠাৎ বেগবান ঝড়ের প্রভাবে দুর্বল প্রাচীরটি ধসে পড়ে তার ওপর চাপা পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত বিথিকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু নিশ্চিত করেন।
বিথির চাচাতো ভাই হালিম হোসেন জানান, বিথি ছিলেন অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল। সে বড় হয়ে শিক্ষক হতে চেয়েছিল এবং গ্রামের ছোট ছোট শিশুদের পড়াতে চেয়েছিল। কিন্তু সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি।
বিথির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও গ্রামবাসী গভীরভাবে শোকাহত ও হতবাক। বাড়িতে মানুষের ভিড় জমে নীরব শোকের পরিবেশ বিরাজ করছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এফপি/রাজ