Dhaka, Thursday | 22 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 22 May 2025 | English
অতীতের সব বক্তব্য নিয়ে মাহফুজ আলমের দুঃখ প্রকাশ
মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই
শিরোনাম:

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৫৬ পিএম  (ভিজিটর : ৩)
কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে বিএনপি নেতা ইশরাক হোসেন।

কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে বিএনপি নেতা ইশরাক হোসেন।

অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্রপ্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবে। সরকারকে আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, হাইকোর্টে একটি ভুয়া রিট করে আমাকে মেয়র পদে শপথগ্রহণ বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে একটি অপচেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে আমাদের দলের মত- সবশেষে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখবে বর্তমান অন্তর্বর্তী সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবেন।

ইশরাক হোসেন বলেন, এ কর্মসূচির ফলে প্রচুর জনভোগান্তি সৃষ্টি হয়। নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। সে জন্য ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ইশরাক আরও বলেন, জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজ শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝