লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দুই সীমান্ত পথ দিয়ে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন শহরে বসবাসরত ও ভারতীয় নাগরিকত্ব আধারকার্ড প্রাপ্ত ২০ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। আটকৃতদের মধ্যে ১০ জন নারী ৮ জন শিশু ও ২ পুরুষ রয়েছে।
পাটগ্রাম ইউনিয়ন ধবলসতী গাঠিয়ারভিটা ৬১ ব্যাটালিয়ন সীমান্তবর্তী পিলার ৮২৬নং পাশ দিয়ে ১১ জন ও জগতবেড় ইউনিয়নের ঝালাংগী সীমান্তের ৮৪৬ পিলারের পাশ দিয়ে ৯ জন মোট ২০ জনকে ২১ মে বুধবার গভীর রাতে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা হয়েছে বলে আটককৃতরা জানান।
আটককৃতদের মধ্যে স্ব-স্ত্রী আটক শাহজামাল (৪০) জানান তার বাড়ি যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামে তাকে বম্বের সুরত থেকে তুলে আনা হয়।
তিনি আরও জানান, আহমাদাবাদ বরোদা বিমান বন্দর থেকে মোট ১৮৬ জন বাংলাদেশীকে গত মঙ্গলবার বিকালে একটি বিমানে করে শিলিগুড়ি বাগডোগরা বিমান বন্দরে আনা হয়। এরপর তাদের কে ১৫/ ২০ জন করে কয়েকটি দলে ভাগ করে গাড়িতে তুলে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান, সীমান্তে পুশইন হওয়া ২০ জন বর্তমানে পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্য মতে বাংলাদেশে তাদের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এলাকার চেয়ারম্যান অথবা মেম্বারের নাগরিকত্বের প্রত্যয়নপত্র ও এনআইডি কার্ড জমা দিলেই তাদের পরিবারের নিকট আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
এফপি/রাজ