বাংলাদেশ মাতৃভূমি দলের উদ্যোগে ইশতেহার প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের মাতৃভূমি দলের মহাসচিব এ্যাডভোকেট তাসমিন রানা (সাবেক সংসদ সদস্য)।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) ও সাবেক রাষ্ট্রদূত আমসাআ আমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, মেজর জিয়াউল হক, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, হাবিবুর রহমান (আহবায়ক, নাগরিক ভাবনা) মিজানুর রহমান, ব্যারিস্টার এনপি প্রমুখ।
সভায় মাতৃভূমি দলের পক্ষে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, ভাইস চেয়ারম্যান হালিম রাজ, যুগ্ম মহাসচিব ওমর ফারুক জালাল, দপ্তর সম্পাদক মো. সাব্বির, প্রচার সম্পাদক মো. সোহাগ, নাইম, বায়েজিদ প্রমুখ।
সভায় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব শহিদুল ইসলাম ভুইয়া এবং এ কে এম রকিবুল আহমেদ। সভায় ২৪ এর জুলাই আন্দোলনে দুবাই জেল ফেরত ইয়াসিন অপুর্ব প্রমুখ।
সভায় বক্তারা দুর্নীতিমুক্ত, বেকারত্বমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দলের ইশতেহার পাঠ করা হয়।
এফপি/এমআই