Dhaka, Tuesday | 20 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 20 May 2025 | English
ইডেন কলেজছাত্রীকে বাসায় আটকে ৭ মাস ধরে ধর্ষণ করেন নোবেল
পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে ভারতপন্থিদের তীব্র সংঘর্ষ, নিহত ১২
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
শিরোনাম:

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:১৫ এএম আপডেট: ২০.০৫.২০২৫ ৪:৫৩ পিএম  (ভিজিটর : ১৯)

জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ১৮ মে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হলে পুলিশ তাকে আটক করে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করা হলেও, আজ বিশেষ শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন এনামুল হক। ওইদিন আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ৩ মে তিনি মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া এজাহারনামীয় ২০৭ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের ‘যোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়ার জামিনের পর মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝