চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম ২০৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমন করতে তিনি আওয়ামী লীগের অর্থায়নকারী হিসেবে কাজ করেছেন এবং সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এনামুল হক নামের একজন আহত হন। তিনি ২০২৫ সালের ৩ মে মামলাটি দায়ের করেন।
রোববার (১৮ মে) বিকেলে নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১৯ মে) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নাসরিন আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
এফপি/রাজ